৫ ওয়াক্ত সালাত আদায়- |
করা হয় |
সুন্নাতি দাড়ি- |
এক মুষ্টির কম |
প্যান্ট পড়া হয়- |
টাখনুর উপরে |
ইসলামিক বিষয় পড়া/শোনা হয়- |
হাদিস, ইসলামিক বই পড়া, ইসলামিক লেকচার শোনা |
পছন্দের কমপক্ষে ৩ জন আলেমের নাম- |
ড.জাকির নায়েক, মিজানুর রহমান আযহারি,খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর,শায়েখ তারিক জামিল দাঃবাঃ |
নন মাহরামের সামনে পর্দা- |
করার চেষ্টা করি |
পরিবারে অন্যান্য সদস্যরা দ্বীন পালন- |
পূর্ণাঙ্গ করে |
আকিদা/মাঝহাব/অন্যান্য অনুসরণ করি- |
হানাফি |
কোন নেশাদ্রব্য( পান ,বিড়ি ,সিগারেট,পর্দা,গাজা,মদ ইত্যাদি এক/একাধিক)- |
|
আল্লাহর কসম পাত্রীপক্ষের কাছে যৌতুক(ভিক্ষা/জুলুম করা)/অন্য কিছু- |
|
শারিরিক বড় কোন রোগ- |
নেই |
আপনার আরো ভালো দিক লিখুন- |
প্রথমত, আমি একজন ছাত্র। আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জনের জন্য,নিজেকে দুনিয়াবি পাপ থেকে বিরত রাখার জন্য এবং পরিবারের সম্মতিক্রমে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছি।
ইসলামিক অনলাইন মাদ্রাসায় আলিম কোর্স করছি।
পাশাপাশি নিজেকে দ্বীনের পথে সমৃদ্ধ করছি।নিজেকে যথাসম্ভব পাপ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করি। আল্লাহ ত’য়ালা ও তাঁর নবী-রাসুলগণের দেখানো পথে চলার সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহ ত’য়ালার কাছে অনেক আগে থেকেই চেয়ে আসছি আমার পিতা-মাতা, স্ত্রীকে নিয়ে একসাথে আল্লাহর ঘর জিয়ারত করবো ইন শা আল্লাহ। এটাই আমার একমত্র শখ। এছাড়া, আল্লাহ তা’য়ালা আমার বাবাকে হজ্জ পালন করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। তিনি আমাদের পরিবারকে সর্বদা দ্বীনের পথে রাখতে সক্রিয় আলহামদুলিল্লাহ। |
ধর্মীয় বিষয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা- |
|
পিতা কি করেন/করত, শিক্ষাগত যোগ্যতা এবং জীবিত/মৃত বিস্তারিত লিখুন- |
প্রধান শিক্ষক(সঃ প্রাঃ বিঃ), কর্মরত |
মাতা কি করেন/করত, শিক্ষাগত যোগ্যতা এবং জীবিত/মৃত বিস্তারিত লিখুন- |
গৃহিনী |
ভাই বোনের সংখ্যা, বৈবাহিক অবস্থা ও কে কি করে বিস্তারিত লিখুন- |
ভাই নেই ১ বোন, বোন এসএসসি পরীক্ষার্থী -২০২১ |
নিকট আত্বীয়দের মাঝে ভালো অবস্থানে যারা আছে তাদের সম্পর্কে লিখুন- |
|
পারিবারিক অবস্থা- |
মধ্যবিত্ত |
নিজেদের আর্থিক অবস্থা সম্পর্কে বিস্তারিত(আপনাদের কেমন বাড়ি(বিল্ডিং, ফ্লাট, আধা পাকা, টিনসেড ইত্যাদি) ও জায়গা জমি ইত্যাদি) লিখুন – ( **কুফু মেলাতে এগুলা অনেকের প্রয়োজন হয়।) |
|
পাত্র বিবাহের জন্য আগ্রহী/সম্মতি প্রকাশ করছেন কি? |
|
পাত্রের অভিভাবক বিবাহের জন্য অনুমতি প্রদান করছেন কি? |
|
জেলা |
|
বয়স |
২০ বছর হইতে এর মধ্যে বছর পর্যন্ত |
উচ্চতা |
|
গায়ের রং |
উজ্জ্বল ফর্সা, ফর্সা |
বৈবাহিক অবস্থা |
|
আকিদা/মাঝহাব/অন্যান্য |
যেকোন |
পারিবারিক অবস্থা |
মধ্যবিত্ত |
পেশা |
|
শিক্ষাগত যোগ্যতা |
|
এছাড়া নিম্নের যেমন পাত্রী বিবাহ করতে আগ্রহী |
|
প্রবাসী/সিটিজেন পাত্র হলে বিয়ের পরে কি স্ত্রীকে নিয়ে যাবেন? |
হ্যাঁ |
আরও কিছু বলার থাকলে লিখুন |
আমার স্বপ্ন এমন একজন সহধর্মিণী হবেন,যিনি পর্দা পালনে কঠোর হবেন, সর্বদা আল্লাহ তা’য়ালার দ্বীন পালনে সচেষ্ট থাকবেন এবং আমাকেও ধর্ম পালনে উৎসাহিত করবেন। কেননা আমার ইচ্ছে আমার পরবর্তী উত্তরসূরীরাও দ্বীনের পথে অবিচল থাকুক।
একজন দ্বীনদার মেয়ের যে বৈশিষ্ট্য ও গুণাবলি থাকা দরকার তার সব গুলোই থাকার ও মেনে চলার চেষ্টা করতে হবে। শান্ত স্বভাবের হবেন। পর্দার সহিত পরিবারের সকলের সাথে মিলে চলার সক্ষমতা থাকতে হবে। অবশ্যই তাঁর ব্যাক্তি স্বাধীনতা দেওয়া হবে তবে শরিয়ত বহির্ভূত নয়। বিয়ের পর আমার বাবা-মা কে যেনো নিজের বাবা-মা ভেবে সেভাবে সম্মান ও শ্রদ্ধা করেন।
ধর্মের ব্যাপারে তিনি সামান্যতম উদাসীন হবেন না এবং আমাকেও হতে দেবেন না। যেন ইহকাল ও পরকালে আমার সঙ্গিনী হন এবং তাঁকে নিয়ে জান্নাত এ যাওয়ার পথ সুগম হয়। এমন একজন সহধর্মিণী চাই যিনি প্রকৃত অর্থে আল্লাহ কে ভালোবাসবেন, আল্লাহ কে ভালোবেসে নিজেকে সংযত রাখবেন,নিজের চরিত্রকে হেফাজত করবেন।
এমন একজন জীবনসঙ্গী চাই যিনি উচ্চাভিলাষী নয় বরং অল্পতেই সন্তুষ্ট থাকেন, সুখে আল্লাহ’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিপদে ধৈর্যহারা না হয়ে আল্লাহর ওপর তাওয়াককুল করেন। যিনি আমার সংসারকে গুছিয়ে রাখবেন।
পরিশেষে বলতে চাই,আমিও তার ইচ্ছা ও আকাঙ্খাগুলিকে পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করবো ইন শা আল্লাহ |