পাত্রের ধর্মীয় ও অন্যান্য ভালো দিকগুলো- |
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নিজেকে নিজে যাচাই করা খুবই মুশকিল তারপরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিচে দিলাম যা আমার সম্পর্কে কিছু তথ্য হলেও জানা সম্ভব হবে ।
(১) আমি দ্বীন মানার ব্যাপারে অনেক কঠোর।
(২) ইসলামিক বই পড়তে এবং ইসলাম নিয়ে গবেষণা করতে আমার অনেক ভালো লাগে। তবে নির্দিষ্ট কয়েকটি বিষয়ের প্রতি আমার আগ্রহ বেশি থাকে তার মধ্যে ঈমান ও আকিদা, সালাত , সিয়াম, সিরাত, হাদিস ও তাফসীর অন্যতম।
(৩) ছোটবেলা থেকেই কোরআন তেলাওয়াত , সালাত ও চরিত্র গঠনের প্রতি আমি যত্নশীল ছিলাম। কোরআনের কয়েকটি বড় সূরা আমার মুখস্ত রয়েছে তার মধ্যে সূরা বাকারাহ, সূরা মুলক, সুরা কাহাফ, সুরা ইয়াসিন, সূরা আর-রহমান, সূরা আলা অন্যতম।
(৪) শিরক ও বিদআত বর্জন করে সহীহ সুন্নাহ মোতাবেক আমল করার চেষ্টা করি । তবে আমি কি কি আমল করি তা জানাতে অনাগ্রহী কারণ আমি চাই আমার আমল সম্পর্কে একমাত্র আল্লাহই অবগত হন ।
(৫) আমি একজন সহনশীল, ধৈর্যশীল ও নিরহংকারী মানুষ।
(৬) যে কোন বিষয়ে হালাল-হারাম এর ব্যাপারে আমি সর্বদা সচেতন থাকি
(৭) আমি পরিপূর্ণভাবে দিন পালন করার চেষ্টা করছি কিন্তু আমি জানিনা আমি কতটুকু পরিপূর্ণভাবে পালন করছি সেটা আল্লাহ ভালো জানেন। আমি চেষ্টা করি আমার প্রতিটি কাজ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়।
(৮) আত্মীয়তার হক ও মানুষের হকের ব্যাপারে আমি সচেতন।
(৯) আমি দ্বীনের গুরুত্ব বুঝতে পারি এইচএসসি এর পর অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাডমিশন এর সময় ২০১৫, ফেব্রুয়ারি মাসে ।
(১০) যদিও আমি জেনারেল লাইনে পড়েছি তবুও আমি কোন গায়েরে মাহরামের সাথে ফোনে কোন ধরনের কথা পর্যন্ত বলা হয়নি, ফ্রেন্ডশিপ বা রিলেশন তো অনেক দূরের কথা।
(১১) স্কুল এবং কলেজ লাইফে আমি ফ্রি মিক্সিং-এ জড়িত হইনি । যেহেতু আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পূর্বে দ্বীনের গুরুত্ব বুঝতে পারি তাই ইউনিভার্সিটিতেও আমি ফ্রি মিক্সিং-এ জড়িত হইনি আমার পুরো শিক্ষা জীবনে আমি কোন কার্যক্রমে মেয়েদের দ্বারস্থ পর্যন্ত হয়নি এক্ষেত্রে আমি আমার চরিত্রকে যথাসম্ভব হেফাজত করার চেষ্টা করেছি।
(১২) আমি স্বচ্ছতা খুবই পছন্দ করি অর্থাৎ স্বচ্ছ থাকা প্রত্যেকের ক্ষেত্রে জরুরী বলে আমি মনে করি।
(১৩) ছোটবেলা থেকেই আমি সব সময় অসৎসঙ্গ পরিত্যাগ করে জীবন অতিবাহিত করেছি এবং এখনো আমি অসৎসঙ্গ পরিহার করে চলি।
(১৪) প্রয়োজনের বেশি অতিরিক্ত কথা বলা আমার একদম অপছন্দ।
পছন্দ :
-- কোরআন তিলাওয়াত করা এবং শোনা,
-- ইসলামিক বই পড়া,
-- ইসলাম অথবা যেকোনো বিষয় নিয়ে গবেষণা করা,
-- নফল সিয়াম ও তাহাজ্জুদ আদায় করা
-- কাউকে না জানিয়ে দান করা
-- যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে তাদেরকে আল্লাহর জন্য
ভালোবাসি
-- সব কাজে গোছানো ও পরিপাটি হওয়া
-- মানুষের সাথে সদ্ব্যবহার করা
অপছন্দ :
-- অতিরিক্ত কথা বলা ও হাসাহাসি হৈ-হুল্লোড় করা
-- কাউকে হেয় প্রতিপন্ন ও তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা
-- কোন বিষয়ে না জেনে কথা বলা
-- কোন কাজ কারো উপর জোর করে চাপিয়ে দেওয়া
-- জ্ঞান অর্জনে অনীহা থাকা
স্বপ্ন :
-- একটি আদর্শ ও দ্বীনদার পরিবার গঠন করা
-- একটি দ্বীনদার সমাজ প্রতিষ্ঠা করা
-- আমার পরিবার যেন একটি ইসলামিক গবেষণাগার হয়
-- আল্লাহ যেন হজ করার তৌফিক দান করেন |
৫ ওয়াক্ত সালাত আদায় করা হয় কি? |
হ্যাঁ |
সুন্নাতি দাড়ি আছে? |
হ্যাঁ |
টাখনুর উপরে কাপড় পড়া হয়? |
হ্যাঁ |
নিয়মিত কোনটি অধ্যয়ন করেন? |
কুরআন, হাদিস, ইসলামিক বই পড়া, ইসলামিক লেকচার শোনা |
আপনার প্রিয় কিছু আলেম/শায়েখের নাম? |
ইমাম আবূ হানীফা নু’মান ইবন সাবিত (রহঃ), ইমাম আবু আব্দুল্লাহ আল-শাফিঈ (রহঃ), ইমাম মালিক ইবনে আনাস (রহঃ), ইমাম আহমাদ বিন মুহাম্মাদ বিন হাম্বল (রহঃ), ইমাম মুহাম্মাদ বিন ইসমাইল বুখারী (রহঃ), ইমাম আবুল হুসাইন মুসলিম (রহঃ), ইমাম আবু দাউদ সুলাইমান (রহঃ), ইমাম আবু আবদিল্লাহ ইবনে মাজাহ (রহঃ), ইমাম আবু বকর মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজাইমাহ (রহঃ), ইমাম আবু জাফর আহমদ বিন মুহাম্মদ আল তাহাবী (রহঃ), ইমাম মুহাম্মদ আয-যাহাবী (রহঃ), ইমাম ইবনে তাইমিয়া (রহঃ), শাইখ মুহিউদ্দিন আবু যাকারিয়া ইয়াহইয়া আল-নাওয়াউই আল-দিমাশকি (রহঃ), ইমাম ইবনে হাজার আসকালানী (রহঃ), ইমাম ইবনুল ক্বাইয়্যিম আল-জাওযিয়্যাহ (রহঃ), ইবনে কাসীর (রহঃ), মুহাম্মদ বিন আব্দুল ওহহাব (রহঃ), ইমাম ইবনে আবীল ইয আল-হানাফী (রহঃ), আল্লামা সফিউর রহমান মোবারকপুরী, শাহ ওয়ালিউল্লাহ, নাসির উদ্দীন আলবানী, শায়ক আব্দুল আজিজ বিন বায, শায়ক মুহাম্মাদ ইবনে সালেহ আল-উসাইমিন, শায়ক সালেহ আল ফাওযান, শাইখ সুলাইমান আল রুহাইলী, আব্দুর রাহমান ইবনে সালিহ আল মুহাম্মাদ, সালেহ আল মুনাজ্জিদ, আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী , আব্দুল্লাহ জাহাঙ্গীর, আবু বকর জাকারিয়া, মানজুর এলাহি, ড.সাইফুল্লাহ, মতিয়ুর রহমান মাদানি, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এবং অন্যান্য হক পন্থী আলেমগণ |
মাহরাম-নন মাহরাম মানা হয় কি? |
হ্যাঁ |
আপনার পরিবারে অন্যান্য সদস্যরা কেমন দ্বীন পালন করেন? |
মোটামুটি |
কোন আকিদা/মাঝহাব অনুসরণ করেন? |
সালাফি-আহলে হাদিস |
আপনি কি কোন পীরের মুরিদ? |
না |
আপনি কি কোন নেশাদার দ্রব্য খান/পান করেন? |
না |
আপনি কি বিবাহে যৌতুক/অন্য কোনভাবে দুনিয়াবি লাভবান হতে চান? |
না |
আপনি কি আপনার স্ত্রীকে ১০০% পর্দার পরিবেশ দিতে সক্ষম? |
হ্যাঁ |
বিয়ে কি সুন্নাতি নিয়মে করতে চান? |
হ্যাঁ |
দেনমোহরের ব্যাপারে আপনার মন্তব্য কি? |
আমার সামর্থ অনুযায়ী |
স্ত্রীকে কি চাকুরির অনুমতি দিবেন? |
না |
স্ত্রী বিবাহের পরে পড়তে চাইলে অনুমতি দিবেন? |
না |
বয়স |
২৫-এর মধ্যে |
বিভাগ |
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী |
জেলা |
ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, কক্সবাজার, রাজশাহী, বগুড়া, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, যশোর |
উচ্চতা |
সর্বোচ্চঃ ৫'৪", সর্বনিম্নঃ ৫'০" |
গায়ের রং |
উজ্জ্বল ফর্সা, ফর্সা, উজ্জ্বল শ্যামলা |
শিক্ষা |
এইচ এস সি, অনার্স, ইঞ্জিনিয়ারিং, হাফেজ, আলেম, দাখিল পাস, আলিম |
আকিদা/মাঝহাব |
সালাফি-আহলে হাদিস |
পারিবারিক অবস্থা |
নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত |
পাত্রী ডিভোর্স/বিধবা হলে কি আগ্রহী হবেন? |
না |
ডিভোর্স/বিধবা এমন পাত্রীর সন্তান থাকলে কি আগ্রহী হবেন? |
না |
প্রবাসী/সিটিজেন পাত্র হলে বিয়ের পরে কি স্ত্রীকে নিয়ে যাবেন? |
প্রযোজ্য নয় |
আরও কিছু বলার থাকলে লিখুন |
কোন মানুষই সম্পূর্ণভাবে পারফেক্ট হন না তার কোনো না কোনো ত্রুটি থাকে। এক্ষেত্রে আমিও ত্রুটিমুক্ত নই । তবে আমি দ্বীনদারীতাকে বেশি অগ্রাধিকার দিব।
নিচে কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছি ---
(১) ঈমান ও আকিদা সম্পর্কে খুব ভালো জ্ঞান থাকতে হবে এবং সহিহ আকিদা ও সালাফদের মানহাজ অনুসরণ করতে হবে।
(২) পরিপূর্ণভাবে পর্দা করতে হবে এবং কঠোরভাবে মাহরাম ও নন-মাহরাম মেইন্টেইন করতে হবে।
(৩) সালাত আদায়ের প্রতি যত্নশীল হতে হবে এবং তাহাজ্জুদ আদায় করা ও নফল সিয়াম পালনের অভ্যাস থাকতে হবে ।
(৪) নিয়মিত কোরআন তেলাওয়াত করার অভ্যাস থাকতে হবে।
(৫) নিয়মিত কোরআন, হাদিস ও বিভিন্ন ইসলামিক বই পড়ার অভ্যাস থাকতে হবে এবং দ্বীনি ইলম অর্জনের প্রতি আগ্রহ থাকতে হবে।
(৬) সমস্ত আমল শির্ক ও বিদআত মুক্ত হতে হবে এবং সহীহ সুন্নাহ অনুযায়ী হতে হবে।
(৭) সৎ চরিত্রের অধিকারী হতে হবে। যদি কখনো কোন সময় ফ্রি মিক্সিং , গায়েরে মাহরামের সাথে ফোন আলাপ, মেসেজ অথবা কোন হারাম রিলেশনে এ জড়িত থাকা হয় তাহলে আমার কাছ থেকে দূরে থাকবেন।
(৮) নম্র-ভদ্র, সত্যবাদী, ধৈর্য্যশীল, আনুগত্যশীল, নিরহংকারী ও সুমিষ্ট ভাষী হতে হবে।
(৯) অতিরিক্ত কথা বলা, পরনিন্দা এবং অপচয় করা যাবে না।
(১০) আমানত রক্ষা করতে হবে এবং হালাল-হারাম মেনে চলতে হবে।
(১১) প্রতিটি মানুষের সাথে সদাচরণ করার মানসিকতা থাকতে হবে এবং কাউকে কটু কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে হবে।
(১২) পরিবার ও আত্মীয়দের প্রতি যত্নশীল হতে হবে। |
বায়োডাটা তৈরীর সময় |
তারিখঃ ২০২৪-০৬-১১ সময়ঃ ১৫:৩৫:৫০ |